1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

ধোনিদের বিপক্ষে পারলো না মোস্তাফিজদের রাজস্থান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : রাজস্থান রয়্যালসের বোলিংয়ে ব্যর্থতার কারণে চেন্নাই সুপার কিংস পুরো সুযোগ কাজে লাগিয়েছে। ১৮৯ রানের বড় লক্ষ্যে নেমে ব্যাটিংয়েও ব্যর্থ আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে রাজস্থান দ্বিতীয় হারের মুখ দেখলো। মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দুইশতম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন ৪৫ রানের জয়ে।

বড় লক্ষ্যে নেমে জস বাটলারের ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছিল রাজস্থান। কিন্তু ১২তম ওভারে জোড়া আঘাতে তাদের বড় ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা। বাটলারকে এক রানের আক্ষেপে পোড়ান চেন্নাই স্পিনার। ৩৫ বলে ৪৯ রানে আউট হন ইংলিশ ব্যাটসম্যান। ওই ওভারের শেষ বলে শিবম দুবেকেও (১৭) মাঠছাড়া করেন জাদেজা।

পরে মঈন আলী বল হাতে বাজিমাত করেন। টানা দুই ওভারে ডেভিড মিলার (২), রিয়ান পরাগ (৩) ও ক্রিস মরিসকে (০) ফেরান ইংলিশ স্পিনার। গত ম্যাচের দুই সেরা পারফর্মার মিলার ও মরিস বিদায় নিলে ৯৫ রানের মধ্যে ৭ উইকেট হারায় রাজস্থান।

পরে রাহুল তেওয়াতিয়া ও জয়দেব উনারকাটের ৪২ রানের জুটি হারের ব্যবধান কমায়। শেষ দুই ওভারে তিন বলের ব্যবধানে দুজন উইকেট হারান। শেষ ওভারে চার বল বাকি থাকতে ক্রিজে নামেন মোস্তাফিজ। চারটি বল খেলে তিনি রানের খাতাই খুলতে পারেননি। ৯ উইকেটে ১৪৩ রানে থামে রাজস্থান।

চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মঈন। স্যাম কারান ও জাজেদা দুটি করে উইকেট পান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ফাফ দু প্লেসি (৩৩), আম্বাতি রাইডু (২৭) ও মঈনের (২৬) ব্যাটে ৯ উইকেটে ১৮৮ রান করে চেন্নাই।

টানা দুই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট পেয়েছে চেন্নাই, উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আর রাজস্থান সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!